মাসিক কার্যক্রমঃ ইউনিয়ন পরিষদ প্রতিমাসে ১বার সভা করা বাধ্যতামূলক যা মাসিক সভা নামে পরিচিত মাসিক সভায় কার্যাবলী সংক্ষিপ্ত ভাষায় নিম্নেণ দেওয়া হলোঃ
১। এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে উভয় আলোকপাত করা এ বিষয়ে প্রশাসন সহায়তা করা।
২। সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা
৩। বৃহত্তর জনস্বার্থে সম্পাদিত সকল কার্যাদি।
৪। ইউনিয়ন পরিষদের সকল প্রকার বকেয়া হিসাব জানা।
৫। ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যের তালিকা তৈরী ও বাস্তবায়ন করা।
৬। ইউনিয়ন পরিষদের মাসিক সভায় এলাকার শান্তি শৃঙ্খলা, বৃক্ষরোপন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি সরবরাহের উন্নয়ন বিভিন্ন যান্ত্রিক কমিটির মাধ্যমে জানা।
৭। সরকারের কোন অনুদান আসলে তৎকালে তা মাসে সিদ্ধান্ত নেওয়া-
৮। ভিজিএফ ভিজিডি, যাবতীয় উন্নয়ন মূলক কাজের প্রকল্প প্রনয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া।
৯। সকল প্রকারের কর, রেট, ফ্রি এর হিসাব নিকাস, নিয়ে আলোচনা করা।
১০। সকল কর্মচারীদের দায়িত্ব সমন্ধে নিদের্শনা দেওয়া।
১১। ঘুর্নিঝড়, বন্যা, চুরি, ডাকাতি, নারী অবঞ্চনা ইত্যাদি ঘটনা ঘটলে সাথে সাথে তার প্রতিকার নেওয়া।
১২। গ্রাম আদালতের কার্যক্রম সঠিক ভাবে হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা করা, এবং আয়ের বি&&বধ আলোচনা মাসিক কার্যক্রমে থাকতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS