Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নাটাই (উ:) ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পশ্চিম দিকে অবস্থিত নাটাই (উত্তর)ইউনিয়ন পরিষদ।

৮নং নাটাই (উত্তর) ইউনিয়ন পরিষদটির আওতাভূক্ত নাটাই গ্রামের নামানুসারে ইউনিয়নটির নাম করণ করা হইয়াছে। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড এই ইউনিয়নের অন্তভূর্ক্ত। অত্র ইউনিয়নে ছোট বড় মোট আটটি মেৌজা রহিয়াছে । এই ইউনিয়নে সাতটি গ্রাম ও নয়টি ওয়ার্ড আছে। উক্ত আটটি মেৌজা যথাক্রমে- নাটাই, বিরাসার, বেহাইর,  ভাটপাড়া, রাজঘর, থলিয়ারা, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া ও ভুলতারা।উক্ত মেৌজা সমূেহর প্রত্যেকটি গ্রাম হিসাবে স্বীকৃতি ।পূবে নাটাই দক্ষিণ ইউনিয়নটিও নাটাই উত্তর ইউনিয়ন ভূক্ত ছিল। ১৯৯৫ খ্রিস্টাব্দে উক্ত ইউনিয়নটি বিভক্ত হইয়া নাটাই উত্তর ও দক্ষিণ ইউনিয়ন নাম করণ হয় ।

১।আয়তন: ৭.৫০ বর্গকিলোমিটার ।

২। গ্রামের সবর্মোট লোকসংখ্যা: ৩৪,৪০৬ জন, প্রতিবর্গকিলোমিটারে ২,৮৮৬ জন ।

৩। মোট গ্রাম: ৭টি ।

৪। মোট মেৌজা ১০টি ।

৪। শিক্ষাপ্রতিষ্ঠান : সরকরী প্রাথমিক বিদ্যালয় ১০টি ।

                    

                    * কিন্ডার গাটের্ন স্কুল ১০টি

                     * মাদ্রাসা ১১টি ।

             **** গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ ১টি ।

             ** মাধ্যমিক বিদ্যালয় ১টি ।

  ** নাটাই(উত্তর)শিক্ষার হার: ৪৮%, পুরুষ: ৪৯.৭০% এবং মহিলা: ৪৬.১% ।

৫। এনজিও ব্র্যাক প্রতিষ্ঠান ১টি ।

৬। হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ১টি ।

৭। হাসপাতাল: ১টি, কমিউনিটি ক্লিনিক ৩টি ।

৮। মসজিদ: ৪৪টি, মন্দির ১টি, শশ্মান: ৩টি, আশ্রম নাই, কবর স্থান: ৮টি ।

৯। হাটবাজার: ৪টি ।

১০। ঈদগাহ মাঠ: ৭টি ।

১১। যোগাযোগ ব্যবস্থা :

    পাকা রাস্তা  : ২৫ কিলোমিটার ।

    কাচা রাস্তা  : ২০ কিলোমিটার ।

১২। গ্রামের সবর্মোট লোকসংখ্যা: ৩৪,৪০৬ জন্ ।