Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোং লি:
বিস্তারিত

নাটাই (উ:) ইউনিয়ন অর্ন্তগত বিরাসার গ্রামের “বাংলাদেশ গ্যাস ফিল্ড লিঃ’’ কার্যালয় অবস্থিত। 1996 সালে প্রতিষ্ঠিত।গ্যাস ফিল্ড ভবনটি দেখতে অতি মনোরম। গ্যাস ফিল্ড র্কাযালয়ে অবস্থিত স্কুল এন্ড কলেজ।  ইহাতে আবাসিক থাকার ব্যবস্থা আছে। প্রতি বছর গ্যাস ফিল্ড স্কুল থেকে জিপিএ পায়।বাংলাদেশ গ্যাস ফিল্ডস্‌ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিনস্ত বাংলাদেশ তৈল, গ্যাস ও খজি সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর একটি কোম্পানী।  সরকার মনোনীত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পেট্রোবাংলা, পেট্রোবাংলার অধিনস্ত সিস্টার কোম্পানী এবং অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চ পদস্ত কর্মকর্তার সমন্বয়ে গঠিত পরিচালনা পরিষদ এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। ব্যবস্থাপনা পরিচালক এর প্রধান নির্বাহী। ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব মহাব্যবস্থাপকের প্রধানে পরিচালিত অপারেশন, পরিকল্পনা ও উন্নয়ন, টেকনিক্যাল সার্ভিসেস, মেইনটেন্যান্স, প্রশাসন, অর্থ ও হিসাব, কমপ্রেসর এন্ড জেনারেটর এবং কোম্পানী সচিবালয় নামে ৮টি ডিভিশনের মাধ্যমে পালন করা হয়। প্রত্যেক ডিভিশনের কয়েকটি করে বিভাগ রয়েছে, যারা প্রত্যেকেই স্বতন্ত্র কার্যকর ইউনিট। নীরিক্ষা বিভাগ ও ঢাকা লিয়াজোঁ অফিস সরাসরি ব্যবস্থাপনা পরিচালক এর নিকট দায়বদ্ধ।